ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘আ.লীগ নেতাদের ভালো কাজের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
‘আ.লীগ নেতাদের ভালো কাজের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

পটুয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল ধরনের ভালো ও মানবিক উদ্যোগের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন।

আমাদের দলীয়ভাবে এবার ইফতার আয়োজন না করলেও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।

যে সকল সংগঠনের সাঙ্গে সাধারণ মানুষের সংযোগ রয়েছে, তাদের পাশে আমরা আছি।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে পটুয়াখালীবাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাসব্যাপী জনতার ইফতার খানা কর্মসূচীতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন।

তিনি বলেন, পটুয়াখালীবাসী নামে সংগঠনটি সাধারণ মানুষের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, এর চেয়ে ভালো কোনো উদ্যোগ আর হতে পারে না। আমি মনে করি এটি প্রধানমন্ত্রীর যে নির্দেশনা তারই একটি বর্হিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির শুরু লগ্ন থেকেই বাংলাদেশের জনগণের সুখে দুঃখে ভাগিদার ছিল। সংকট ও সমস্যা এবং দুর্যোগে প্রান্তিক পর্যায়ে সাহায্য সহযোগিতা করেছে। বঙ্গবন্ধু নিজেও মানবিক নেতা ছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরূপভাবে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের দুঃখ কষ্টে পাশে থেকেছে।

এছাড়াও তিনি স্থানীয় পথচারী, শ্রমজীবী ও নানান শ্রেনী পেশার মানুষের সঙ্গে সড়কে ইফতারে অংশগ্রহণ ও মাগরিবের নামাজ আদায় করেন।

এসময় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হানসহ স্থানীয় স্বেচ্ছাসেবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।