ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের নীতিমালার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের নীতিমালার সুপারিশ

ঢাকা: রাস্তা, ব্রিজ, কালভার্ট, সরকারি প্রতিষ্ঠান ও খেলার মাঠের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার জন্য মন্ত্রণালয়কে নীতিমালা তৈরি করতে বলা হয়েছে।  

রোববার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা হয়েছে।



কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে অংশ নেন। এ বৈঠকে স্থায়ী কমিটির ইতোপূর্বে অনুষ্ঠিত ৩৩টি বৈঠকের সুপারিশগুলোর এ পর্যন্ত কতগুলো বাস্তবায়ন হয়েছে তার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ৩৪তম বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।

বৈঠকে রাস্তা, ব্রিজ, কালভার্ট, সরকারি প্রতিষ্ঠান ও খেলার মাঠ ইত্যাদির নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার জন্য আলোচনা হয়। এ সময় একটি নীতিমালা প্রস্তুত কমিটি থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে রাজধানীর কাকরাইলে বীর মুক্তিযোদ্ধা সংসদের মালিকানাধীন জমিটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মধ্যে একটি চুক্তির মাধ্যমে কমিউনিটি সেন্টার নির্মাণ করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত ক্রোড়পত্রে কোনো লেখকের লেখা যাবে এবং লেখার বিষয়বস্তু কী হবে তা নির্ধারণ করার এখতিয়ার মন্ত্রণালয়ের কাছে থাকবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকের শুরুতে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে সব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরাসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।