ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে দিনব্যাপী মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
রাজস্থলীতে দিনব্যাপী মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৬ এপ্রিল) মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ জলকেলি অনুষ্ঠিত হয়।

সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যর পোশাক পড়ে জলকেলিতে মেতে ওঠেন এবং মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেন।

মারমা সম্প্রদায় এ জল উৎসব পালন করার মূল অর্থ হলো- একে অপরের প্রতি পানি ছিটিয়ে পুরাতন বছরের সব দুঃখ, কষ্ট, গ্লানি, ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করা।

রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ওইদিন সকালে প্রধান অতিথি থেকে মং বাজিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন- বেগম ওয়াসিকা আয়শা খান এমপি।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কাপ্তাই জোন কমান্ডার মো. নুর উল্লাহ জুয়েল, অতিরিক্ত পুলিশ  সুপার শাহনেওয়াজ রাজু প্রমুখ।

অনুষ্ঠানে মাসাস এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেন আগত অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।