ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোমানিয়া আমাদের ওপর একটু অসন্তুষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
রোমানিয়া আমাদের ওপর একটু অসন্তুষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশি কর্মীরা রোমানিয়ায় গিয়ে অন্য দেশে চলে যায়। সে কারণে রোমানিয়া আমাদের ওপর একটু অসন্তুষ্ট।

রোববার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

রোমানিয়ার অস্থায়ী কন্স্যুলার টিম ঢাকায় আসার পরে চলে গেছে। এ বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, এটা দুঃখজনক। রোমানিয়া ইতোমধ্যেই ৩০ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছে। তারা গেছেও। আমার অনুরোধে তারা এখানে এসে ভিসা দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওখানে যাওয়ার পরে ১০ শতাংশ লোকও রোমানিয়ায় থাকে না। সে কারণে রোমানিয়া আমাদের ওপর একটু অসন্তুষ্ট। তবে তারা যদি না-ই থাকে, তাহলে আমরা কী করবো? এখন এটা একটু খারাপ হলো। তোমাদের (রোমানিয়া) হাতে আমাদের লোকজনকে তুলে দিয়েছি। তোমরা আটকাতে পারো না, তা আমি এখন কী করবো?

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।