ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চার স্তরের নিরাপত্তায় ঢাকা মুজিবনগর কমপ্লেক্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
চার স্তরের নিরাপত্তায় ঢাকা মুজিবনগর কমপ্লেক্স

মেহেরপুর: ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জেলা প্রশাসন ও পুলিশ।

রোববার বিকেল থেকে গোটা কমপ্লেক্স এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয় পুলিশের পক্ষ থেকে।

 

ঐতিহাসিক আম্রকাননের নিরাপত্তা জোরদার করতে চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রবেশপথে, আর্চওয়ে গেটসহ তল্লাশি করে অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থা থাকছে।

ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন পুলিশের সদস্যরা। এ ছাড়া থাকছে গোয়েন্দা নজরদারি।  

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই অনুষ্ঠান শেষ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম।

এদিকে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের মাঠ, মেহেরপুর জেলা শহর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা, প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকা এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়।  

মেহেরপুর—কুষ্টিয়া, মেহেরপুর—চুয়াডাঙ্গা, মেহেরপুর—মুজিবনগর, কেদারগঞ্জ—চুয়াডাঙ্গা সড়কে শতাধিক তোরণ এবং রাস্তার উভয় পাশে বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে।  

গত রাতে মুজিবনগর স্মৃতিকেন্দ্র, ম্যাপ অব বাংলাদেশ, মুক্তিযুদ্ধের যাদুঘরসহ রাস্তার উভয় পাশে আলোকসজ্জা করা হয়।  

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।