ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ঢাকা: রাজধানীর নিউ মার্কেটের আওতাধীন নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলামকে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, উপ-পরিচালক (পরিকল্পনা কোষ) বাবুল চক্রবর্তী, পলাশী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, সংশ্লিষ্ট এলাকার ওয়ারহাউজ ইন্সপেক্টর জনাব গোলাম মোস্তফা।

সদস্য সচিব হিসেবে রয়েছেন, জোন-১ এর উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান।

তদন্ত কমিটিকে তদন্তকাজের জন্য পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এসজেএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।