ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা বার্ডের নতুন ডিজি হারুন-অর-রশিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
কুমিল্লা বার্ডের নতুন ডিজি হারুন-অর-রশিদ

ঢাকা: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ মোল্লা।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার নতুন মহাপরিচালক হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ মোল্লা।

অন্যদিকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. জয়নাল আবেদীন।  

এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য পদে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান।

পৃথক প্রজ্ঞাপনে পিআরএল ভোগরত গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা এ এফ এম হায়াতুল্লাহকে দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা এ এফ এম হায়াতুল্লাহকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।