কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।
রোববার (১৯ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম।
ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রোববার (১৯ জানুয়ারি) দিনব্যাপী ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন। পরবর্তীতে টিমের সদস্যরা নথিপত্রের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ