ঢাকা: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (১৬ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর দক্ষিণখান থানার টিআইসি কলোনি রোড, ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. শফিউল আলম ওরফে শফি (৪৫) ও জান্নাতুল ফেরদৌস (৪০)।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে মাদকবিক্রেতার সঙ্গে জড়িত। তাদের নামে কক্সবাজার জেলার মহেশখালী আদালতে ২০১১ সালে একটি মাদক মামলা হয়। তারপর থেকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।
তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আরিফ মহিউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমএমআই/আরবি