ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম বৈধ ও নিয়মতান্ত্রিক সরকার। স্বাধীনতাবিরোধী চক্র সর্বদা মুজিবনগর সরকার ও মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা চালায়।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বক্তব্য দেবেন। সভা পরিচালনা করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।
ঢাবি উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের একটি রূপরেখা প্রণয়ন করেছিলেন। তার প্রণীত রূপরেখা, পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নিয়ে নিয়মতান্ত্রিকভাবে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। একজন ব্যক্তির নামে সরকার গঠনের এমন নজির বিশ্বে আর কোথাও নেই। নিয়মতান্ত্রিকভাবে গঠিত এ সরকারের নেতৃত্বেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যাপক সামাদ বলেন, মুজিবনগর সরকারকে নানা বাধার মধ্য দিয়ে কাজ পরিচালনা করতে হয়েছে। তাজউদ্দীন আহমেদ ধৈর্য সহকারে সরকার পরিচালনা করেছেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্দকার মোশতাকের প্রেতাত্মারা ঘুরে বেড়ায় বলে উল্লেখ করে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আলোচনা অনিবার্য। সেদিন মুজিবনগর সরকার গঠিত না হলে অন্য দেশের সমর্থন পাওয়া যেত না। কারণ সমর্থন সহযোগিতা হয় এক সরকারের সঙ্গে অন্য সরকারের মধ্যে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এসকেবি/আরবি