ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
পলাশবাড়ীতে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুয়ারা বেগম (৪৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মঞ্জুয়ারা বেগম বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ইসলামপুর তরফদার পাড়ার রইছুল আজম খাঁর স্ত্রী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, দুপুরে পৌর শহরের ব্র্যাক মোড় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ। এ সময় ঢাকামুখী বেস্ট ওয়ান নামের যাত্রীবাহী একটি বাস থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ মঞ্জুয়ারা বেগম নামে ওই নারীকে আটক করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।