ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বউ-শাশুড়ি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
বউ-শাশুড়ি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে ইংল্যান্ড প্রবাসীর মা ও স্ত্রীকে হত্যার ঘটনায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুজনকে পাঁচলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আমীর হোসেনের ছেলে তালেব হোসেন ও বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আমীর হোসেনের ছেলে জাকারিয়া আহমেদ শুভ।  

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ মে রাতে শুভ ও তালে মিয়া নবীগঞ্জ উপজেলার তালেবপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরীর বাড়িতে যান। বাড়ির গেটে গিয়ে মালা বেগমকে দাদী সম্বোধন করে একটি মোবাইল ফোনের কাভার দেওয়ার কথা বলেন তালেব মিয়া। গেট খোলার পর শুভ ও তার সঙ্গে ভেতরে চলে যান। পরে তারা প্রবাসীর স্ত্রী রুমি বেগমকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মালা বেগমকে ছুরিকাঘাত করেন। এ সময় রুমি চিৎকার করলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনের রক্তাক্ত মরদেহ দেখে নবীগঞ্জ থানায় খবর দেন।  

এ ঘটনায় পুলিশ তালেব ও শুভকে গ্রেপ্তার করলে তারা হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।  

বিচারক রায় দেওয়ার সময় এ ঘটনাকে অমানবিক জানিয়ে আসামিদের অপরাধ মৃত্যুদণ্ড যোগ্য উল্লেখ করেন। তবে তাদের বয়স কম হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান।  

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর পারভীন আক্তার।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।