ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার আর ট্রাকের ওপরে বাইক তুলতে হবে না

ইমতিয়াজ আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এবার আর ট্রাকের ওপরে বাইক তুলতে হবে না এভাবেই পদ্মা সেতু পার করতে হতো বাইক

মাদারীপুর: এবার ঈদুল ফিতরে স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়েই বাড়ি ফিরতে পারবেন দক্ষিণাঞ্চলের বাইকাররা।  

কষ্ট করে আর পিকআপ ভ্যান বা ট্রাকে তুলে অতিরিক্ত ভাড়া দিয়ে পার হতে হবে না পদ্মা সেতু।

 

আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকেই পদ্মা সেতুতে চলাচল করতে পারবে মোটরসাইকেল। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সরকারের ঘোষণার জানার পর থেকেই স্বস্তি নেমে এসেছে বাইকারদের মনে।

মো. হাবিব নামে এক ব্যক্তি বলেন,পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ থাকায় জরুরি কাজে বাসে চড়ে বাড়ি এসেছি। এখন কাজ সেড়ে আবার ঢাকায় যাব। তবে ঈদের আগে নিজের মোটরসাইকেল নিয়েই আবার বাড়ি ফিরতে পারব বলে আশা করি। মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে শুনে খুব ভালো লাগছে।

মো. ইয়াছিন কবির বলেন, ঢাকায় নিজের মোটরসাইকেল নিয়ে চলাচল করি। কিন্তু বাড়ি আসতে হলে বাইক রেখে আসতে হয়। দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ ঢাকায় নিজস্ব বাহন হিসেবে মোটরবাইক ব্যবহার করে। এবার সেতুতে চলাচলের অনুমতি পাওয়ায় আমাদের দুর্ভোগ দূর হলো। নিজের সুবিধামতো সময়ে বাড়ি ফিরতে পারব।

জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের পর কয়েকদিন বাইক চলাচল করলেও অনিয়ন্ত্রিত চলাচল ও দুর্ঘটনার কারণে কর্তৃপক্ষ সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে দেয়। ফলে বিপাকে পড়েন দক্ষিণাঞ্চলের হাজার হাজার বাইকার। রাজধানী ঢাকায় ‘রাইড’ করেন এমন অসংখ্য লোক এবং অফিসের কাজে মোটরসাইকেল ব্যবহার করেন, তারা বাড়ি আসতে গেলে পদ্মা সেতুতে ওঠার আগে পিকআপ ভ্যান বা ট্রাকে মোটরসাইকেল উঠিয়ে সেতু পার হতেন। একই ভাবে ঢাকা যেতেও গাড়িতে করে বাইক শুধুমাত্র সেতু পার করতে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হতো।  

এবার ঈদে সেতুতে সরসারি মোটরসাইকেল চালানো যাবে শুনে বাইকাররা আনন্দিত এবং স্বস্তিবোধ করছেন।

তানজিল চৌধুরী নামের শিবচরের তাজপুর এলাকার এক যুবক বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার বিষয়টি নিঃস্বন্দেহে আনন্দদায়ক। আমরা যারা মোটরসাইকেল ব্যবহার করি, তারা এতোদিন পদ্মা সেতুর সুফল ভোগ করতে পারিনি। জরুরি কাজে যাতায়াত করতে পারিনি। এবার ঈদযাত্রায় দক্ষিণের হাজার হাজার যাত্রী ভোগান্তিমুক্তভাবে বাড়ি ফিরতে পারবেন। আবার কর্মস্থলে যোগ দিতে পারবেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আমিনুল ইসলাম জানান,ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সদা তৎপর থাকবে। মহাসড়কে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়,সেদিকে সজাগ রয়েছি আমরা। বাইকারদের প্রতি সঠিক নিয়ম মেনে বাইক চালানোর অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।