ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসচাপায় একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
বরিশালে বাসচাপায় একজনের মৃত্যু প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে বাসচাপায় মো. শাহজাহান (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে জেলা নগরের রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন লিলি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত শাহজাহান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা।  

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথী বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, পটুয়াখালীর বাউফল থেকে একটি বাস রুপাতলী বাস টার্মিনাল

সংলগ্ন লিলি পাম্পের সামনে যাত্রীদের নামিয়ে দেয়। সেই বাসের যাত্রী শাহজাহান মিয়াও নেমে পাশেই দাঁড়িয়ে থাকেন। আর যাত্রী নামা হয়ে গেলে বাসটি
ঘুরে পাম্পে প্রবেশ করতে শুর করে। বাসটি ঘোরার সময় ধাক্কা লেগে যাত্রী শাহজাহান পড়ে যান। তখন বাসের পেছনের চাকা তার কোমড়ের ওপর দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক বাসটি জব্দসহ চালক মানিক ও তার সহকারী (হেলপার) নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা
এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।