ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বস্তির ঈদযাত্রা হবে সাভারের মহাসড়কগুলোতে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
স্বস্তির ঈদযাত্রা হবে সাভারের মহাসড়কগুলোতে 

সাভার (ঢাকা): সরকারিভাবে ঈদের ছুটির আগেই পুলিশের পক্ষ থেকে মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এছাড়া সড়ক ও জনপথের নানামুখী উদ্যোগে এবার সাভারের মহাসড়কগুলোতে স্বস্তির ঈদ যাত্রা হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ঈদ যাত্রার তৃতীয় দিনে উত্তর ও পশ্চিমবঙ্গে যাওয়ার গুরুত্বপূর্ণ পথ ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক সকাল থেকেই ফাঁকা দেখা গেছে।

ঈদের আগে সাভারের ওপর দিয়ে কয়েকটি জেলার পরিবহন যাওয়ায় মহাসড়কের উপর যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই এবার কয়েকদিন আগে থেকেই সড়ক ও জনপথ, ঢাকা জেলা পুলিশ ও সাভার হাইওয়ে থানার পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে যারা নাড়ীর টানে বাড়ি ফিরছেন তাদের যাত্রা যেন সুন্দর হয়, নিরবচ্ছিন্ন ও নিরাপদে ফিরতে পারে তা নিশ্চিতে আমরা তৎপর রয়েছি। আমরা বাইপাইল, সাভার, নবীনগর ও আমিনবাজারসহ প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।

চালকদের উদ্দেশে তিনি বলেন, নির্দিষ্ট স্থানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করতে হবে। যাত্রীরাও যেন নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে গাড়িতে ওঠেন। যাত্রীরা যদি সড়কের মধ্যে আসেন, গাড়ি যদি সড়কের মাঝে দাঁড়ায় তাহলে  যানজটের সৃষ্টি হবে। আমরা চেষ্টা করছি শিল্পাঞ্চলের শ্রমিক ভাইদের যাত্রা যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয়। তাদের আইন মানতে হয়। যাত্রীদের যেমন আইন মানতে হবে তেমনি বাস চালক ও মালিক সমিতিকেও ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানো যাবে না। একই সঙ্গে ভাল চালক দিয়ে গাড়ি চালাতে হবে। এগুলো নিশ্চিত করলেই আশা করি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা সুন্দরভাবে উপহার দিতে পারবো।

বাংলাদেশ সময়: ১২১৮  ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএফ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।