ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু‌ পার হতে মোটরসাইকেলের দীর্ঘ সা‌রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
বঙ্গবন্ধু সেতু‌ পার হতে মোটরসাইকেলের দীর্ঘ সা‌রি

টাঙ্গাইল: ঈদে বা‌ড়ি ফির‌তে শুরু ক‌রে‌ছেন লোকজন। এর মধ্যে অনেকে জীব‌নের ঝুঁকি নি‌য়ে স্ত্রী-ছেলে-মেয়েসহ বঙ্গবন্ধু সেতু পার হ‌চ্ছেন মোটরসাইকেলে।

 

বুধবার (১৯ এ‌প্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় আলাদা টোল বু‌থে শত শত মোটরসাই‌কেলের সারি দেখা গে‌ছে।

বঙ্গবন্ধু সেতু‌তে গি‌য়ে দেখা গে‌ছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পা‌শেই স্থা‌পিত আলাদা বু‌থে অ‌পেক্ষা কর‌ছে সেতু পার হওয়ার জন্য। এসময় সেতু কর্তৃপ‌ক্ষের লোকজন অ‌পেক্ষারত মোটরসাই‌কেল আ‌রোহী‌দের নির্ধা‌রিত টোলের টাকা হা‌তে রাখার জন‌্য মাই‌কিং করছিলেন।  

এ‌দি‌কে মহাসড়‌কে যাত্রীবা‌হী বা‌সের চে‌য়ে ব‌্যক্তিগত গা‌ড়ি বে‌শি দেখা গে‌ছে। এর ম‌ধ্যে মোটরসাই‌কে‌লের সংখ‌্যা সবচেয়ে বে‌শি।  

নারায়ণগঞ্জ থে‌কে উত্তরবঙ্গে বাড়ি যাচ্ছেন মোবারক হো‌সেন। তিনি ব‌লেন, সেহরির পর মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জ থে‌কে রওনা হ‌য়ে‌ছি। মহাসড়ক ফাঁকা ছিল, তাই তাড়াতা‌ড়ি আস‌তে পে‌রে‌ছি।
 
স্ত্রী নি‌য়ে মোটরসাইকেলে করে বা‌ড়ি যা‌চ্ছেন গ্রামীণ ব‌্যাংকের কর্মী আবুল কালাম।  

তি‌নি বলেন, সেতু পার হ‌লেই বা‌ড়ি। তাই স্ত্রী‌কে নি‌য়ে ঈ‌দের ছু‌টি‌তে মোটরসাই‌কেলে করে বা‌ড়ি যা‌চ্ছি। আমার মতো শত শত মোটরসাই‌কেলের আ‌রোহীরা অ‌পেক্ষা কর‌ছেন সেতু পার হ‌তে।  

মোটরসাই‌কেল আ‌রোহীরা জানান, ঈদযাত্রার প্রথম দি‌নে মহাসড়ক ফাঁকা ‌ছিল। ঝা‌মেলা ছাড়াই মোটরসাই‌কেলে বা‌ড়ি যাওয়া সহজ।  

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ভোর থে‌কেই সেতু‌তে মোটরসাইকেল পারাপা‌রে দীর্ঘ সা‌রি ছিল। মোটরসাই‌কেল পারাপা‌রের জন‌্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।