ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর সংগৃহীত ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে লেদা গ্রামে অবস্থিত ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লাগোয়া লেদা রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে আগুন লাগে।

খবর পেয়ে টেকনাফ ও উখিয়া থেকে যাওয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।

টেকনাফ হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা যায়, আগুনে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যম্পের একটা অংশের তিনটি লার্নিং সেন্টারসহ অর্ধ শতাধিক রোহিঙ্গা বসতি সম্পূর্ণ পুড়ে গেছে।

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, প্রায় দেড়  ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ৫০টির মতো ঘরবাড়ি পুড়ে গেছে বলে জেনেছি। এতে অন্তত শতাধিক রোহিঙ্গা ঘর হারিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটি খতিয়ে দেখছি আমরা।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসবি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।