ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘বাগেরহাটের ৪ আসন ফের শেখ হাসিনাকে উপহার দিতে চাই’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
‘বাগেরহাটের ৪ আসন ফের শেখ হাসিনাকে উপহার দিতে চাই’ 

বাগেরহাট: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাগেরহাটের ৪টি আসন আমরা উপহার দিতে চাই। বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সজাগ করতে হবে।

এজন্য ঈদের পর থেকে সাধারণ মানুষের কাছে যেয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরতে হবে।  

নির্বাচন ও দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বাগেরহাট পৌরসভা হলরুমে অসহায়, দরিদ্র ও দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় বলেন, দলীয় নেতাকর্মীরা এক থাকলে আওয়ামী লীগকে কেহই পরাজিত করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীরা এক হয়ে কাজ করতে হবে। আমরা এক থাকলে ইনশাআল্লাহ আবাও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট- ২ আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু প্রমুখ।

এদিন, বাগেরহাট ও ফকিরহাট উপজেলার ১৪ হাজার অসহায়, দরিদ্র ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

বাংলাদেশ  সময়:  ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।