ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জুমাতুল বিদায় চোখের পানিতে ক্ষমা প্রার্থনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
জুমাতুল বিদায় চোখের পানিতে ক্ষমা প্রার্থনা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জুমাতুল বিদায় চোখের পানিতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তারা।

শুক্রবার (২১ এপ্রিল) জুমার নামাজে শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদ, চাষাঢ়া নূর মসজিদ, ডিআইটি জামে মসজিদে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়।

জুমার নামাজের আগেই মসজিদগুলো পূর্ণ হয়ে যায় মুসল্লিতে। পরে মুসুল্লিদের সারি সড়কে চলে আসে।

এদিকে প্রতিটি মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি দোয়া ও মোনাজাতে মুসুল্লিরা চোখের পানি ছেড়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।