ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে ৮৯ বোতল মদসহ আটক ৩

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
শেরপুরে ৮৯ বোতল মদসহ আটক ৩

শেরপুর: শেরপুর জেলার নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৮৯ বোতল মদসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

শুক্রবার(২১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব সমশ্চূড়া এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা।

আটকরা হলেন- শেরপুর জেলা শহরের পৌরসভার ঢাকলহাটী মহল্লার বাসিন্দা মো. খুদবর আলীর ছেলে মো. হৃদয় হাসান ওরফে আরমান (২২) মো. সেলিম সরকারের ছেলে মো. হৃদয় সরকার (২৫) ও মো. আজিজুর মিয়ার ছেলে মো. জিহান মিয়া (২৩)।  

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প জানায়, ক্যাম্পটির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। সে সময় ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশি ৮৯ বোতল মদসহ তিনজন মাদককারবারিকে আটক করেছে। তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় তিনটি মোবাইলফোন, তিনটি সিমকার্ড, মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
এ ব্যাপারে মাদককারবারিদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।  
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।