ঢাকা: জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতারা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বরেণ্য ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।
নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ এদিন ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতি হিসেবে এটিই আবদুল হামিদের শেষ ঈদ উদযাপন। আগামী ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন আবদুল হামিদ।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমইউএম/এএটি