ঢাকা: রাজধানীর মিরপুরে রাফসান হোসেন তামিম (৮) নামে এক শিশু জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করে নিজের মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে তানজিমা মেস্তফা আরজু (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বিকেলে তামিম ৯৯৯ নম্বরে কল করে তার ময়ের বিরুদ্ধে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তার মা আরজুকে আটক করেছে।
অভিযোগকারী মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানিয়েছে, তার বাবা-মায়ের মধ্যে প্রায় সময় ঝগড়া হয়। এ কারণে আরজু তাকে মারধর করতেন।
তামিম আরও জানায়, তার বাবা বলেছেন যদি সে কখনও বিপদে পড়ে তাহলে যেন ৯৯৯ নম্বরে কল করে। কারণ ফোন করলে পুলিশ সাহায্য করতে আসে। সে কারণেই তামিম ৯৯৯ নম্বরে কল করে। এরপর ফোনের অপারেটর সরাসরি ওসি মহসীনের সঙ্গে যোগাযোগ করায়। তামিমের সঙ্গে কথা বলা শেষ করেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের বাসায় গিয়ে আরজুকে আটক করে থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এজেডএস/এমজে