ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় প্রভাষক সোহেলের রহস্যজনক মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
সাতক্ষীরায় প্রভাষক সোহেলের রহস্যজনক মৃত্যু!

সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক সোহেল উদ্দীনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলেজ এলাকার রাবেয়া তাপস্বী মঞ্জিলের একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

তিনি রাবেয়া তাপস্বী মঞ্জিলের ওই রুমটি ভাড়া নিয়ে সেখানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।

বাড়ির মালিক আতিয়ার রহমান জানান, দুপুরে প্রভাষক সোহেল উদ্দীনের স্ত্রী তাকে খুঁজতে এসে দেখেন তাদের ভাড়া নেওয়া রুমটি ভেতর থেকে তালা দেওয়া। এ সময় তাকে (বাড়ির মালিক) ডেকে দরজা খুলতে সহায়তা চান। পরে তিনি (বাড়ির মালিক) একজন মিস্ত্রি ডেকে দেন। মিস্ত্রি এসে ঘরের দরজা ভেঙে দেয়। ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পারেন তারা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রভাষক সোহেল উদ্দীনের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। আজ দীর্ঘক্ষণ স্বামীর খোঁজখবর না পেয়ে স্ত্রী নিজেই তাকে খুঁজতে বের হন। তারা যে বাড়িতে ভাড়া থাকেন, তার থেকে ৫শ মিটার দূরত্বের রাবেয়া তাপস্বী মঞ্জিলে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। তার মরদেহ যখন উদ্ধার হয়েছে, তখন তার শরীরে শুধুমাত্র একটি আন্ডারওয়্যার ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রভাষক সোহেল উদ্দীনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।