ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়লেন সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়লেন সাকিব

মাগুরা: দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান নিজ গ্রামে ঈদুল ফিতর পালন করছেন। শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকাল ৯ টায় তিনি নামাজ আদায় করেছেন নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহে।

নামাজ শেষে তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান।

জামাতে উপস্থিত ছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল, খালাতো ভাই ক্রিকেটার সোহাস, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হাদয়ার টুটুল। নামাজের পর সাকিব তাদেরসহ উপস্থিত অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় মসজিদের হাফেজ মাওয়ালানা মুফতি হাবিবুর রহমান। নামাজ শেষে দেশবাসীর জন্য দোয়া ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।