ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়পুকুরিয়ায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে খনি কর্মচারীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
বড়পুকুরিয়ায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে খনি কর্মচারীর মৃত্যু 

নীলফামারী: পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মুন্না আজিজ বাবু (৪৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খনির আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

 

বাবু খনির মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। নিহত মুন্না আজিজ বাবু জয়পুরহাট জেলার সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।  

শ্রমিকরা খনির অভ্যন্তরে শ্রমিকদের জন্য নির্ধারিত আবাসিক ভবনের ২০৫ নম্বর রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন। তারা দরজা ভেঙে  মুন্না আজিজ বাবুকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে।  

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের (আইসি) মো. মতিয়ার রহমান বলেন, ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।