ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় গ্রিন লাইন বাসচাপায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
খুলনায় গ্রিন লাইন বাসচাপায় যুবক নিহত

খুলনা: খুলনায় গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় মানছিক এলাহী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে মহানগরীর সাচিবুনিয়ার বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মহানগরীর সাচিবুনিয়ায় বিশ্বরোড মোড়ে বাইসাইকেল আরোহী মানছিক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গ্রিন লাইন পরিবহনের খুলনাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বাংলানিউজকে বলেন, সাচিবুনিয়ার বিশ্বরোডের মোড়ে গ্রিন লাইন পরিবহনের খুলনাগামী একটি বাসের চাপায় ওই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।