ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
রাজবাড়ীতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে দৌলতদিয়ার নবুওয়াছিদ্দিন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শরিফুল গোয়ালন্দের দেবগ্রামের আজিজ খাঁর ছেলে। আহত সাগর (১৮) গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দির আজাদ খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ওই দুই যুবক গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের নবুওয়াছিদ্দিন পাড়ায় পৌঁছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল মারা যান। আহত সাগরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শরিফুলেরমৃত্যু হয়। আহত একজনকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়' ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।