ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ঈদের সালামির নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
রাজধানীতে ঈদের সালামির নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর মিরপুরে ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের নামে ধর্ষণ ও অস্ত্র মামলাও রয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মিরপুর মডেল বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন -  শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজিব (২৮)।  শাকিল ২০১৬ সালে এক নারী পোশাককর্মী গণধর্ষণ মামলার আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি।  

ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনই মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের নামে ৫টি এবং মো. আশফাকুর রহমান সজিবের নামে দুটি মামলা রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল। সোমবার তারা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন বিভিন্ন অংকের চাঁদা দাবি করে।  চাঁদা দিতে অস্বীকৃতি জানালে 'সমস্যা হবে' বলেও হুমকি দেন তারা।  পরে এ ব্যাপারে অভিযোগ করলে মিরপুর থানা পুলিশের একটি দল তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এজেডএস /এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।