ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় শিশু অপহরণের অভিযোগে নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
ফতুল্লায় শিশু অপহরণের অভিযোগে নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছর বয়সী শিশু শামীমকে অপহরণের অভিযোগে দুলালী (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) ফতুল্লার শাসনগাও বিসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২০ এপ্রিল নিজ বাড়ির সামনে থেকে শিশু শামীমকে অপহরণ করা হয়। সে ফতুল্লা মডেল থানার শাসনগাও বিসিক কলাবাগানের হাবিবুর রহমান ওরফে হাবুল্লার বাড়ির ভাড়াটিয়া মো. আরিফের ছেলে। গ্রেপ্তার দুলালী রংপুরের বদরগঞ্জ থানার রাজিবপুরের রাধানগর লালদীঘির মৃত জাহিদের স্ত্রী।

শিশু অপহরণের ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদী হয়ে দুলালীসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে শামীম তার দুই বন্ধু রকি (১০) ও মেহেদীকে (৯) নিয়ে বাসার সামনে খেলা করছিল। এমন সময় অভিযুক্তরা শামীমসহ তার বন্ধুদের বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে যেতে বলেন। এতে তারা অপারগতা প্রকাশ করে। পরে অভিযুক্তরা পুনরায় এসে শামীমকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে একটি অটোরিকশায় করে ঢাকা-নারায়ণগঞ্জ রোড দিয়ে কাশীপুরের দিকে চলে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামি দুলালীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টাসহ জড়িত সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।