ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তা ব্যারাজে নৌকা ডুবির ২৬ ঘণ্টা পর মিললো বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
তিস্তা ব্যারাজে নৌকা ডুবির ২৬ ঘণ্টা পর মিললো বৃদ্ধের মরদেহ

লালমনিরহাট: লালমনিরহাটের তিস্তা ব্যারেজে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পরে কোরবান আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে হাতীবান্ধা উপজেলার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি উপজেলার সানিয়াজান এলাকার বাসিন্দা।

এর আগে রোববার (২৩ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে নৌকা ডুবির ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর ডান তীরে থাকা নাতনিদের নিজ বাড়িতে নিয়ে আসতে ছোট একটি নৌকায় ডান তীরে যান বৃদ্ধ কোরবান আলী। ডান তীর থেকে নাতনি ও আরও কয়েকজনসহ ডিঙি নৌকায় করে বাম তীরে ফিরছিলেন তিনি। মাঝ নদীতে পৌঁছালে বৈরী আবহাওয়ায় বাতাসে নৌকাটি ডুবে যায়। এ সময় নদী পাড়ের লোকজন দেখতে পেয়ে অন্য নৌকা নিয়ে নাতনিসহ অন্যদের উদ্ধার করলেও বৃদ্ধ কোরবান আলী স্রোতে ভেসে যান।

খবর পেয়ে প্রথমে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়। পরে একটি ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেও তার সন্ধান না পেয়ে প্রথম দিনের অভিযান সমাপ্ত করেন। সোমবার দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালিয়ে দীর্ঘ ২৬ ঘণ্টা পরে ব্যারাজ এলাকা থেকে বৃদ্ধ কোরবান আলীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

হাতীবান্ধা ফায়ার সাভির্সের ইনচার্জ নিরমল কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।