ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার বিএল কলেজের পুকুরে যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
খুলনার বিএল কলেজের পুকুরে যুবকের মরদেহ

খুলনা: খুলনার বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, কলেজ কর্তৃপক্ষ পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় ফোন দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৭/৩৮ বছর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে খাকি কালারের একটি হাফপ্যান্ট রয়েছে। তার পরিচয় নিশ্চিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।