ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ নেই

রাজবাড়ী: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা ঢাকাগামী যাত্রীর চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চ ঘাটে। ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ির চাপ থাকলেও সেগুলো নির্বিঘ্নে ফেরি পার হচ্ছে।

 

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে দৌলতদিয়াঘাট এলাকায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের কোনো সিরিয়াল নেই। কর্মস্থলে ফেরা মানুষের চাপও নেই। যারা ঘাটে আসছেন, তারা নির্বিঘ্নে ফেরি ও লঞ্চে পদ্মা নদী পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।  

ফেরিঘাটে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ থাকলেও লঞ্চঘাটে তেমন যাত্রীর চাপ নেই। লোকাল যাত্রী যারা আসছেন, তারা টিকিট কেটে সরকারি লঞ্চে উঠতে পারছেন। তবে যাত্রী সংকটের কারণে লঞ্চগুলো ছাড়তে সময় লাগছে। দৌলতদিয়া ঘাট এলাকায় কোনো ভোগান্তি চোখে পড়েনি।  

ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতু চালু হবার পর থেকে এ ঘাটের চিরচেনা সেই রূপ পাল্টে গেছে। এখন আর আগের মতো ঘণ্টার পর ঘণ্টা কোনো যানবাহন ঘাট এলাকায় আটকে থাকতে হয় না। যানবাহনগুলো সরাসরি ঘাটে এসে ফেরির নাগাল পাচ্ছে। ফলে ভোগান্তিও নেই আগের মতো।

ঢাকাগামী কয়েকজন যাত্রী জানান, সড়কে কোনো ভোগান্তি নেই। ঘাট পর্যন্ত আসতেও কোনো অসুবিধা হয়নি। ঘাটে এসেই সরাসরি ফেরির দেখা পেয়েছি। এবারে ঈদযাত্রা অনেক স্বস্তির হয়েছে। ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পদ্মা সেতু চালু হবার পর থেকে এই নৌরুটে যানবাহনের চাপ কমায় এখন আর ভোগান্তি নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, ঘাটে যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই। দুপুরের পর থেকে চাপ একটু বাড়তে পারে। তবে চাপ বাড়লেও ঘাটে কোনো ভোগান্তি থাকবে না। এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ২০টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।