ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে মালিহা আক্তার মাহি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার লাহারকান্দি গ্রামের আতর আলী মিঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  

মাহি একই বাড়ির টাইলস মিস্ত্রি মুরাদ হোসেনের মেয়ে ও স্থানীয় দক্ষিণ লাহারকান্দি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্রী।  

স্থানীয় সূত্র জানায়, এলাকার কয়েকটি শিশু পুকুরে গোসল করছিল। এ সময় মাহিও সেখানে গোসল করতে যায়। পুকুরে নেমে সে ডুবে যায়। পরে মাহিকে উদ্ধার করে সদর হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

দক্ষিণ লাহারকান্দি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।