ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫ রোহিঙ্গা শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
৫ রোহিঙ্গা  শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ন্যাচার পার্ক থেকে অপহৃত রোহিঙ্গা ৫ শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুপুরে জাদিমুড়ার ন্যাচার পার্ক থেকে মুখোশধারী ৭/৮ সশস্ত্র সন্ত্রাসী ৫ শিশুকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর অপহৃতদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করছে। অপহৃত ৫ শিশুর মধ্যে তার বাড়ির কাছের একই ব্লকের ৩ জন রয়েছে বলেও জানান তিনি।

অপহৃত শিশুরা হলো- টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ‌‘সি’ ব্লকের হাবিবুর রহমানের ছেলে বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), ‘বি’ ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪), ‘ডি’ ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ওই শিশুরা ঈদ উপলক্ষে বাইরে ঘুরাঘুরি করতে গিয়েছিল। এ সময় ন্যাচার পার্ক এলাকা থেকে তারা অপহরণের শিকার হয়। তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে।

তবে মুক্তিপণ দাবির বিষয়টি তিনি এখনও অবগত নন বলে জানান তিনি।  

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, অপহরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। তবে পুলিশ অপহৃত শিশুদের উদ্ধারে কাজ চলছে।

এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।