ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা, ডাকাতিসহ ৮ মামলার আসামি সেলিম গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
হত্যা, ডাকাতিসহ ৮ মামলার আসামি সেলিম গ্রেপ্তার সেলিম রেজা

মেহেরপুর: এলাকায় ত্রাস সৃষ্টিকারী, হত্যা, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়ের করা আটটি মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি সেলিম রেজাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।  

জেলা মুজিবনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মো. সিরাজুল ইসলাম সিরাজের ছেলে।  

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি সেলিম সুকৌশলে পালিয়ে মালয়েশিয়ায় চলে যান। দীর্ঘদিন পর একটি ফ্লাইটে তিনি মঙ্গলবার ভোরে দেশে ফেরেন। গোপন তথ্যের ভিত্তিতে এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ভোরেই সেলিমকে ঢাকার এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। পরে সেলিমকে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।