ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলায় গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
কীর্তনখোলায় গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ইয়াসিন মোল্লা নামে ১১ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নগরের পলাশপুরের ৮নং গুচ্ছগ্রাম ঘেরের পাড় থেকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

নিখোঁজ কিশোর ইয়াসিন মোল্লা ওই এলাকার বেলাল হোসেনের ছেলে।

এদিন (২৫ এপ্রিল) রাত সাড়ে ৭টা পর্যন্ত নদীতে তল্লাশী চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি জানিয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, দুপুরে স্থানীয়রা ফোন করে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে যাই। পাশাপাশি কাউনিয়া থানা, নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই। ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে ডুবুরি দিয়ে খোঁজ চালাচ্ছে।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ জানান, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।  তবে রাত ৮টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।