গোপালগঞ্জ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত
পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন।
এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, শেখ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপতি ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছালে তাকে আওয়ামী লীগ নেতারা এবং
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএইচ