ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ভৈরবে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বজ্রপাতে আজিজুল মিয়া (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল মিয়া (৪৫) উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া এলাকার আহমেদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর গ্রামের হাওরে কাসেম মিয়ার জমিতে ধান কাটতে যান আজিজুল মিয়াসহ কয়েকজন কৃষি শ্রমিক। কাজ শেষে কাজের মজুরি নিয়ে সন্ধ্যার দিকে অজিজুলসহ অন্যরা বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।

ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশের বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. উসমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।