জামালপুর: জেলার ইসলামপুর উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ডিগ্রীরচর বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এছাড়া, এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও ভুক্তভোগী ওই নারী অভিযোগ থেকে জানা যায়, গত সোমবার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশের গ্রামে বাবার বাড়িতে যাওয়ার সময় ইউপি সদস্য আসাদুল ইসলাম আসা (মেম্বার) তাকে একা পেয়ে মুখে কাপড় পেঁচিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর ডাক-চিৎকারে এলাকাবাসী ভুট্টাক্ষেত থেকে তাকে উদ্ধার করে।
মানববন্ধন চলাকালে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, চরিত্রহীন ওই ইউপি সদস্য দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন অপকর্মসহ নেশা ও জুয়ার আসর পরিচালনা করে আসছেন। তার এসব অপকর্মের জন্য এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
এ সময় অতি দ্রুত চরিত্রহীন আসা মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তিসহ গ্যাজেট বাতিলের দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত ওই ইউপির সদস্য আসাদুল ইসলাম আসা বলেন, ঘটনা সত্য কিনা মিথ্যা আপনি এলাকায় প্রবেশ করে তদন্ত করেন। যেটা সত্য সেটাই লিখবেন।
এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা বলেও দাবি করেন তিনি।
চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ বলেন, বিষয়টি আমি এলাকার লোক মারফত শুনেছি। এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ আমার কাছে অভিযোগ করে নাই। - এ বলে তিনি ফোন কেটে দেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআইএ