ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাগেরহাট: সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাগেরহাট শহরতলীর কুলিয়াদাইড় গ্রামে ফারাজ হোসেন ফাইন্ডেশেন ও মাহমুদা-আফতাব ফাউন্ডেশন।  

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা প্রদান করেন ঢাকার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

এদিন প্রায় ৮শতাধিক নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মাহমুদা-আফতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, আমার জন্মস্থানে সুবিধাবঞ্চিত মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা দিতেই গ্রামের বাড়ীতে এ আয়োজন করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিভাগে দেশ-বিদেশের সবোর্চ্চ ডিগ্রিধারী ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে এ সেবা প্রদান করেছেন।  

মাহমুদা-আফতাব ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতেও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।