ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্যাডেট কলেজ শিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্যাডেট কলেজ শিক্ষার্থীর বাবা-মায়ের সঙ্গে ফেনী গার্লস ক্যাডেট কলেজের নিহত শিক্ষার্থী রাইনা। ছবি: সংগৃহীত

ফেনী: ফেনী গার্লস ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদেকা সারোয়ার রাইয়ান কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।  

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় তার বাবা লে. কর্নেল সারোয়ার (৩৩ বিএমএ, লং কোর্স) ও মা মেজর শামিমা গুরতর আহত হন।  

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাইয়ানদের বহনকারী গাড়িটি ফেনীর দিকে আসছিল। চৌদ্দগ্রামের বাতিসা নামক স্থানে আসলে গাড়ির সামনের চাকা ফুটো হয়ে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক বলেন, আমাদের এই ছাত্রী অত্যন্ত মেধাবী ছিল। তার মৃত্যুতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।  তার পিতা-মাতাও এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তাদেরকে শোক সইবার যেন শক্তি দেন।
 

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসএইচডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।