ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্য আটক

মাদারীপুর: জেলার ডাসার উপজেলা থেকে ছিনতাইকারী চক্রের সাত নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নবগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্মাটকার্ড বিতরণকালে লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের গলা থেকে চেইন ছিনতাইয়ের সময় তাদের আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

আটকরা হলেন নিহারা (৫০), রোকসনা (৪০), পারুল (৩৫), রোজিনা (৩০), সাহিদা (৮০), লামিয়া (৩০) ও পারুল (২৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে প্রথমে দুই নারীকে আটক করা হয়। একই সময়ে আরও কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নারী ছিনতাইকারী চক্রের আরও পাঁচ সদস্যকে আটক করেন স্থানীয়রা। পরে আটকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কাকলী সরকার নামের এক নারী বলেন, স্মাটকার্ড নেওয়ার সময় প্রচুর ভিড় ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্য আমাকে ঘিরে ধরে। পরে গলায় হাত দিয়ে দেখি আমার স্বর্ণের চেইন নেই!

নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণ কর্মসূচি ছিল। এ সময় একদল নারী লাইনের মধ্যে ঢুকে অনেকের গলা থেকে চেইন ছিনিয়ে নিতে গেলে তাদের আটক করা হয়। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, সাত নারীকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।