ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অন্যতম ‘থাই’ জুয়াড়ি বর্ষণ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
সৈয়দপুরে অন্যতম ‘থাই’ জুয়াড়ি বর্ষণ গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের অন্যতম ‘থাই’ জুয়াড়ি বর্ষণকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে সৈয়দপুর শহরের পার্বতীপুর সড়কের হোটেল ড্রিম প্লাসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে বর্ষণ পুলিশকে জানান, সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। বর্ষণ অন্য জুয়াড়িদের বলতেন যে, তিনি থাইল্যান্ডে থাকেন এবং সেখানকার একটি জুয়া চক্রের প্রধান এজেন্ট তিনি। কিন্তু আসলে তিনি সৈয়দপুরে থেকেই অনলাইনে এ জুয়া চালাতেন।
 
পুলিশ তাকে রোববার (৩০ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তার বর্ষণ সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার গোলাম মোস্তফার ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।