ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
আলফাডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ সোহেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (৩০ এপ্রিল) সকালে ওই যুবককে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

আটক সোহেল উপজেলার অমৃতনগর গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।  

এর আগে গতকাল শনিবার রাতে ওই উপজেলার বুড়াইচ ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

জানা গেছে, গতকাল শনিবার আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুর মসজিদে মাগরিবের নামাজ পড়াকালীন সময়ে মো. শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি হয়। খবর পেয়ে পুলিশ বুড়াইচ ইউনিয়নের একটি গ্রাম থেকে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ সোহেল নামের ওই যুবককে আটক করে।  

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আটক সোহেলের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের শেষে রোববার সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।