ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আমিনা পারভীন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
শাবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আমিনা পারভীন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন।

রোববার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়।

এতে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ পাঠানো হয়।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে চার বছরের জন্য কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।