ঢাকা: রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় একটি একতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর (১১) মৃত্যু হয়েছে। সে একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো।
রোববার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ডগাইর ইসলামবাগ নতুনপাড়া এলাকার আকাশের বাসায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুল্লাহর বড় বোন লাইজু হাওলাদার জানান, তাদের বাড়ি বরিশালের পাতারহাট উপজেলার চড়মইশাক গ্রামে। বর্তমানে ডগাইর ইসলামবাগ নতুনপাড়া এলাকায় থাকেন। বাবা সিডু হাওলাদার ও মা তাসলিমা বেগম মারা গেছেন। আব্দুল্লাহ তাদের কাছেই থাকতো। স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো।
তিনি আরও জানান, শনিবার বিকেলে আব্দুল্লাহ বাসার পাশেই আকাশদের একতলা বাসার ছাদে যায় অন্য শিশুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে। সেখান থেকে হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসএআই) আব্দুল আওয়াল জানান, শনিবার ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। দ্রুত শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এজেডএস/আরবি