ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সুদানে থাকা প্রবাসীদের দেশে ফেরার অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
সুদানে থাকা প্রবাসীদের দেশে ফেরার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ঢাকা: সুদানে থাকা সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে নিবন্ধন করে দেশে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

রোববার ( ৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান।

সুদানের প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিস্তারিত জানান।  

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সুদানে যে বাংলাদেশিরা আছেন, আমরা সবাইকেই ফিরিয়ে আনতে চাই। এ পর্যন্ত ৭০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এখনো যারা বাকি আছেন, তারা দ্রুত নিবন্ধন করুন। আমরা সবাইকেই ফিরিয়ে আনতে চাই, কেননা সুদান কোনোভাবেই নিরাপদ নয়।

তিনি জানান, আগামী ২ মে খার্তুম থেকে বাসে করে বাংলাদেশিদের পোর্ট সুদানে আনা হবে। সেখান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরবেন তারা। যাদের পাসপোর্ট আছে তারা সহজেই জেদ্দায় আসতে পারবেন। আর পাসপোর্ট না থাকলে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, জেদ্দায় পৌঁছানোর পরদিনই বিমানে তাদের ঢাকায় আনা হবে। এক্ষেত্রে ৩ বা ৪ মে তাদের আমরা নিয়ে আসতে পারব।  আর সেখানে পরে আমাদের লোক থাকলে, আমরা ফিরিয়ে আনব। আমাদের মিশন সেখানে কাজ করবে।

তিনি বলেন, জেদ্দা থেকে রেগুলার ফ্লাইটে সুদান প্রবাসীরা আসতে পারবেন। তবে বিশেষ ফ্লাইট যদি প্রয়োজন হয়, সে ব্যবস্থা করা হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে আমাদের মদিনার ফ্লাইট ডাইভার্ট করেও আমরা আনতে পারব।

প্রতিমন্ত্রী বলেন, সুদান থেকে সৌদি আরবে ইতোমধ্যে ৩৫ জন বাংলাদেশি ফিরেছেন। প্রবাসীদের ফেরাতে সৌদি আরব ও  ইন্দোনেশিয়া সরকারেরও সহযোগিতা পাচ্ছি।

শাহরিয়ার আলম বলেন, সুদান প্রবাসী যারা ফিরবেন, তাদের একটি ডাটাবেজ তৈরি করা হবে। তারা যেন এখানে কর্মসংস্থানের সুযোগ পান, সে চেষ্টা আমাদের থাকবে।

সুদানে গত ১৫ এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এই পরিস্থিতিতে অনেক দেশই তাদের নাগরিক ও কূটনীতিকদের ফিরিয়ে নিয়েছে এবং নিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।