ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু ইয়েসিন মোহাম্মদ খান ফাহিম: ফাইল ফটো

হবিগঞ্জ: কানাডায় ইয়েসিন মোহাম্মদ খান ফাহিম নামে বাংলাদেশি এক শিক্ষার্থী মারা গেছেন।

তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের জসীম খানের ছেলে।

গত ২৬ এপ্রিল কানাডার স্থানীয় পুলিশ দেশটির মন্ট্রিয়ল শহরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিন বছর আগে ফাহিম উচ্চ শিক্ষার জন্য কানাডায় যান। ফাহিমের সহপাঠিরা ২৬ এপ্রিল তার বাসায় গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এ তথ্য জানিয়েছেন মৃত ফাহিমের মামা সৈয়দ মোস্তাক আহমেদ। তবে কি কারণে তার মৃত্যু হলো সে তথ্য জানা যায়নি।

যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মন্জুর আহ্সান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে এখনও দাপ্তরিকভাবে কিছু জানতে পারিনি। খোঁজ নিয়ে তার পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।