ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. সোহাগ আলী ও আজাদুল ইসলাম ওরফে আজাদ।
সোমবার (১ মে) ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রোববার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে তথ্য পাওয়া যায়, কয়েকজন ব্যক্তি প্রাইভেট কারযোগে বাড্ডা থানাধীন প্রগতি স্মরণি মেসার্স মেঘনা স্যানিটারির সামনে গাঁজা বিক্রি করছে। খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা ৪০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন। আসামিরা প্রাইভেটকারে মাদক পরিবহন করতেন। যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহ করতে না পারে।
তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১, ২০২৩
এসজেএ/এমজে