ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি ফের শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ২, ২০২৩
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি ফের শুরু

পঞ্চগড়: মহান মে দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার দেশের সঙ্গে একদিন সব প্রকার ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২ মে) সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হয় বলে বাংলানিউজকে জানান বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই -খুদা মিলন।

তিনি বাংলানিউজকে বলেন, মে দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে সোমবার (১ মে) সকাল থেকে একদিন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের পর মঙ্গলবার (২ মে) সকাল থেকে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ০২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।